কবিগুরুর ‘বিচিত্রা’ : হাতের কাছে, শিয়রের কাছে রাখি

 আলোকিত সিলেট ডেস্ক :::  কবিগুরুর সিলেট ভ্রমণের শতবর্ষ উদযাপিত হলো মহাসমারোহে, নানা অনুষ্ঠানে টইটুম্বুর …সেজে উঠেছিল নগরী হৈমন্তী রূপে… চলেছে গত ৫ নভেম্বর ভোর থেকে…গতরাতে ছিল সমাপনী… বিশাল বিপুল বর্ণীল সব আয়োজন… ১৯১৯ থেকে ২০১৯… আজ থেকে আটান্ন বছর আগে ১৯৬১ ইংরেজিতে আরও একটা শতবর্ষ উদযাপিত হয়েছিল পুরো বাংলাজুড়ে, ভারত জুড়ে, সিলেটেও নানা আয়োজনে সেই শতবর্ষ উদযাপনের খবর আমরা জানি… রবীন্দ্র জন্মশতবর্ষ… সেসময় কবিগুরু প্রতিষ্ঠিত বিশ্বভারতী থেকে প্রকাশিত হয়েছিল ”রবীন্দ্র শতবর্ষপূর্তি গ্রন্থমালা – রবীন্দ্র সাহিত্য” অক্লান্ত পরিশ্রমে… গভীর মনোযোগে… তারই একটি ছিল এই বইটি… ‘বিচিত্রা’ … এক মলাটে রবীন্দ্র সাহিত্যের … Continue reading কবিগুরুর ‘বিচিত্রা’ : হাতের কাছে, শিয়রের কাছে রাখি